নামাজ ভঙ্গের কারণ ১৯ টি
১. নামাজে অশুদ্ধ কিরাত পড়া।
২. নামাজের ভিতর কথা বলা।
৩. কোনো লোক কে সালাম দেয়া।
৪. সালামের উত্তর দেয়া।
৫. উহ আহ শব্দ করা।
৬. বিনা উজরে কাশা।
৭. আমলে কাসির করা।
৮. বিপদে কি বেদনাই শব্দ করিয়া কাদা।
৯. তিন তাসবীহ পরিমাণ সতর খুলিয়া থাকা।
১০. মুক্তাদি ব্যাতীত অপর ব্যাক্তির লুকমা লওয়া।
১১. নাপাক জায়গায় সিজদা করা।
১২. সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা।
১৩. খাওয়া ও পান করা।
১৪. হাঁচির উত্তর দেয়া।
১৫. কিবলার দিক হয়তে সিনা ঘুরিয়ে যাওয়া।
১৬. সুসংবাদ ও দু:সংবাদের উত্তর দেয়া।
১৭. ঈমামের আগে মুক্তাদি দাঁড়ানো।
১৮. প্রতি রুকনে দুই বারের বেশি শরীর চুলকানো।
১৯. নামাজে কুর্আন শরিফ দেখিয়া পরা।
২০. নামাজে শব্দ করিয়া হাসা।
Devoloped by: মোঃ আল আমিন