Insane
MD22.WAPSITE.ME


নামজের ফরজসমূহ

নামাজের বাহিরে সাত ফরজ :

১। শরীর পাক।
২। কাপড় পাক।
৩। নামাযের জায়গা পাক।
৪। সতর ঢাকা।
৫। কেবলামুখি হয়ে দাড়ানো ।
৬। ওয়াক্ত মত নামাজ পড়া ।
৭। নামাযের নিয়ত করা ।

নামাজের ভিতরে ছয় ফরজ :

১। তাকবীরে তাহ্‌রীমাহ্‌ বলা ।
২। দাঁড়াইয়া নামায পড়া ।
৩। কিরায়াত পড়া ।
৪। রুকু করা ।
৫। দুই সিজদা করা ।
৬। নামাযের নিয়ত করা ।

নামজের ওয়াজিবসমূহ

১। আল্‌হামদু শরীফ (সূরা ফাতিহা) পুরা পড়া ।
২। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ।
৩। রুকু-সিজদায় দেরী করা।
৪। রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া ।
৫। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা ।
৬। দরমিয়ানী বৈঠক ( দুই রাকাতের পর বসা)
৭। উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।
৮। ইমামের জন্য কিরায়াত আস্তে এবং জোরে পড়া।
৯। বিতরের নামাযে দু'আয়ে কুনূত পড়া।
১০।দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা।
১১।ফরজ নামাযের প্রথম দুই রাক'আতকে কিরায়াতের জন্য নির্ধারিত করা।
১২।প্রত্যেক রাক'আতের ফরজগুলির তারতীব ঠিক রাখা।
১৩। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতীব ঠিক রাখা।
১৪। আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্‌ (সালাম) বলিয়া নামায শেষ করা।

নামাযের সুন্নতসমূহ

নামাজে সুন্নতে মুয়াক্কাদাহ্‌ ১২ টিঃ

১।দুই হাত উঠানো।
২। দুই হাত উঠানো।
৩। ছানা পড়া।
৪। আউজুবিল্লাহ পড়া।
৫। বিসমিল্লাহ্‌ পড়া।
৬। আলহামদূর শেষে আমীন বলা।
৭। প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবর বলা।
৮। রুকুর তাসবীহ্‌ পড়া।
৯। রুকু হইতে উঠিবার সময়, সামি আল্লাহু লিমান হামিদাহ বলা।
১০। সিজদার তাছবীহ্‌ পড়া ।
১১।দুরূদ শরীফ পড়া।
১২।দু'আয়ে মাছুরাহ পড়া।