XtGem Forum catalog
MD22.WAPSITE.ME

বেতের নামাজের সময়

বিভিন্ন ইমামা সাহেবগনের মতে বেতরের নামাজ এশার নামাজের পর থেকে সুবহি সাদিকের পূর্ব মুহুর্ত পর্যন্ত থাকে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা (রহঃ) এর মতে এশাও বেতের নামাজের একই সময়। (ফুররুল মুখতার)

বেতেরের নামাজ নির্দিস্ট সময়ের মধ্যেই আদায় করতে হয় । কিন্তু যারা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের উদ্দেশ্যে জাগ্রত থাকার অভ্যাস করেছেন, কেবল ঐ সব লোকেরাই শেষ রাতে তাহাজ্জুদের পর বেতেরের নামায আদায় করতে পারেন। কেননা রাসুলে করীম (সাঃ) এই নিয়মেই আদায় করতেন । আর যাদের শেষ রাতে ঘুম হতে জাগ্রত হওয়ার অভ্যাস নেই,তারা অবশ্যই এশার নামাজের সাথে আদায় করবেন।

বেতরের নামাজের নিয়ত

উচ্চারনঃ নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা সালাসা রাক’আতাই সালাতিল বেত্‌রে ওয়াজিবুল্লাহি তা’লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা নিয়তঃ তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করার জন্য কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবর।

বেতের নামাজ পড়ার নিয়ম

বেতেরের তিন রাকাত নামাযের নিয়্যত করে তাকবীরে তাহরীমা বেঁধে যথারীতি দুরাকা'আতের পর বসে তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে তৃতীয় রাক'আতে সূরা-কিরায়াত পাঠ করে পুনরায় তাহরীমা বেঁধে দোয়ায়ে কুনূত পাঠ করে যথারীতি রুকূ-সিজদাহ ও শেষে বৈঠকের পর সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবেন।